শেখ হাসিনার সরকারের আমলে স্বাস্থ্য খ্যাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে- আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, এমপি
নিজস্ব প্রতিনিধি, শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ৯ অক্টোবর মঙ্গলবার সকালে মাল্টিপারপাস হেলথকেয়ার ভলান্টিয়ারদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নরসিংদী-৩,শিবপুরের স্থানীয় সংসদ সদস্য আলাহাজ্ব মো: সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় আসলে ভলান্টিয়ারদের চাকুরি স্থায়ী করবেন। ৩৭টি ক্লিনিকের অধিনে ২৬৭ জন ভলান্টিয়ার নিয়োগ করা হয় । প্রত্যেকে নিজ এলাকার জনসাধারনের স্বাস্থ্যর প্রতি খোজ খবর রাখবেন। জাপানী সংস্থা জাইকার অর্থায়নে জনগণকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে এক বছর মেয়াদী ও কার্যক্রম চালু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকার প্রতিনিধি ইউকিইউসিমুরা শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জাইকার প্রতিনিধি ইউকিইউসিমুরা শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাসিম আহমেদ হিরন, জেলা পরিষদের সদস্য নাজির আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার,উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার প্রমূখ। সভাশেষে নিয়োগপ্রাপ্ত ভলান্টিয়ারদের মাঝে নিয়োগ পত্র বিতরণ করা হয়।