শেখ হাসিনাই বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছেন — প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সামরিক শাসকরা সেই গণতন্ত্র হরণ করেছিল। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন। প্রতিমন্ত্রী আজ সিলেটে ইরা দেবীর মাঠে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন। ইমরান আহমদ বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ উন্নত দেশের লক্ষ্যে শেখ হাসিনাকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে।
বাংলার মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে। তিনি আরো বলেন, সরকার জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে উক্ত জনসভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের নেতা নৃপেন্দ্র কুমার দাস প্রমুখ নেতৃবৃন্দ।