প্রধান মেনু

শেখ বাদল আহমেদ কে সংবর্ধনা

মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ।। জার্মান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,হাজী মুহাম্মদ মোহসিন কলেজের সাবেক ভিপি ও টঙ্গী ফোর স্টার মানের জাভান হোটেলের ব্যাবস্থাপনা পরিচালক শেখ বাদল আহমেদ জন প্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ১৯৭১ এর প্রধান সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়াতে গত কাল টঙ্গীর জাভান হোটের সেমিনার কক্ষে হোটেলের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়। হোটেলের রিলেশনশিপ ম্যানেজার দেলোর হোসেন দুলালের পরিচালনায় এবং জেনারেল ম্যানেজার নাসিমুল গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাভান হোটেলের ব্যাবস্থাপনা পরিচালক শেখ বাদল আহমেদ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাভান হোটেলের চেয়ারম্যান শেখ জেনেট , ফাইনান্স ডাইরেক্টর ও কানকুন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ম্যানেজার রিয়াজ শহীদ বাবু, এছাড়া ও আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যাক্তিত্ব টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান,মার্কেটিং ম্যানেজার সৈয়দ তাফিকুল ইসলাম,আরও বক্তব্য রাখেন ব্যাবসায়ী হাছান স্বপন,মিলন খন্দকার,শওকত হোসেন মিরাজ প্রমুখ। নিউজ ১৯৭১ এর প্রধান সম্পাদক শেখ বাদল আহমেদকে অনুষ্টানের শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জাভান হোটেলের জি এম,একাউন্টস,মার্কেটিং ,আইটি,সিকিরিউটি হাউজ কিপিং সেকশনের কর্মকর্তা কর্মচারি ও ফরিদপুর জেলা সমিতির অতিথীগন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে শেখ বাদল আহমেদ বলেন গত চার বছর আগে নিউজ ১৯৭১ এর চালু হয়েছে আজ আমি প্রধান সম্পাদক দায়িত্ব নিয়েছি,জাভান হোটেলে নিউজ ১৯৭১ এর একটি অফিস করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে যেমন করে আমি জাভান হোটেল নির্মান করে দেশের কিছু মানুষেন কর্ম সংস্থানের সৃষ্টি করেছি, তিনি আরও বলেন আমার ছেলের নামে এই জাভান হোটেল ,আপনারা যদি আমাকে ভালবাসেন তাহলে এই জাভান হোটেলকে ভালবাসবেন এই হোটেল এই প্রতিষ্ঠান আপনাদের,এই সংবর্ধনা আমার একা নয়,আপনাদের সকলের, কানকুন ইন্টারন্যাশনাল লিঃ আরও ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে তিনি জানান ।