শিশুদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে — -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশকে সঠিক নেতৃত্ব দিতে পারে। বিশ্ব দরবারে দেশকে প্রতিষ্ঠিত করতে পারে। শিশুদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ নাটোরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসারদের সাথে “সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চতকরণ” শীর্ষক মতবিনিময়সভায় জেলার এনএস কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা। এর যতœ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সকলকে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানুষ তৈরির স্থান। এর উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।