প্রধান মেনু

শিল্পিত রূপে শিল্পকলা এ্যাকাডেমি

শিল্পিত রূপে রাজশাহী জেলা শিল্পকলা এ্যাকাডেমির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এ কার্যক্রমের মাধ্যমে জেলা শিল্পকলা এ্যাকাডেমি ভিন্নমাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহ্উদ্দীন ও জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।শিল্পিত রূপে শিল্পকলা শীর্ষক কার্যক্রমের আওতায় ১২টি বিষয় উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে অভ্যর্থনা কক্ষ, নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়াইফাই জোন, প্রশিক্ষক কক্ষ, লাইব্রেরি, আর্ট গ্যালারি, পুস্তক ও প্রকাশনা বিক্রয়কেন্দ্র এবং নিয়ন সাইন বোর্ড স্থাপন।এছাড়া যে কোনো অভিযোগ নিষ্পত্তির জন্য এ কার্যক্রমের আওতায় প্রতি মঙ্গলবার অভিযোগ শুনানি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। নামাজ ঘর ও জেলা শিল্পকলা এ্যাকাডেমির সেবা এবং কার্যক্রম সংক্রান্ত সিটিজেন চার্টারও স্থাপন করা হয়েছে এই কার্যক্রমের আওতায়।উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার নূর-উর রহমান জেলা শিল্পকলা অ্যাকাডেমির অফিস স্টাফদের হাতে নিজস্ব পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন।

(মোঃশামসুল ইসলাম, রাজশাহী)