শিবালয়ে ৪‘শ একর ফসলি মাঠে জলাবদ্ধতার আশংকার অভিযোগ উঠেছে
রুহুল আমিন, শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ শিবালয়ে দড়ি কয়ড়া গ্রামের প্রায় ৪শ’ একর ফসলি মাঠে জলাবদ্ধতার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার দড়ি কয়রা গ্রামের ধান, পাট, সরিষা, পিয়াজ ও রসুনসহ বিভিন্ন রবি ফসল আবাদ করে আসছেন। টেপড়া-মাচাইন বাজারের মাঝে কয়ড়া নামক স্থানে সরকারী ভাবে ওই এলাকার কৃষকদের ফসলি মাঠে বর্ষার পানি বের হওয়ার জন্য একটি ব্রীজ দেওয়া হয়। কিন্ত ওই এলাকার জসিম উদ্দিন ও ওয়াজেদ আলী নামের দুই ব্যাক্তি বর্ষার পানি বের হওয়ার একমাত্র রাস্তাটি মাটি ফেলে বন্ধ করে ফেলেছেন। যার ফলে স্থানীয় কৃষকরা তাদের ফসলি মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করছেন। কৃষকরা জানান, তাদের উৎপাদিত ফসলি মাঠ থেকে পানি নিস্কাশনের ব্যাবস্থা না থাকলে প্রতি বছর প্রায় দেড় কোটি টাকা মূল্যের রবি ফসল হতে বঞ্চিত হবেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম মান্নান শিবালয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। অভিযুক্ত জসিম উদ্দিন ও ওয়াজেদ আলী জানান, তাদের ক্রয়কৃত জমিতে বাড়ী করার জন্য মাটি ফেলে ভরাট করায় ব্রীজ দিয়ে পানি নিস্কাশনের ব্যাবস্থা বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।