শিবালয়ে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির মানব বন্ধন ও বিক্ষোভ
রুহুল আমিন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিবালয় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ কমিটির সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি মোঃ ইউছুব আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য খন্দকার সিরাজুম মনির প্রমুখ। এ সময় শিবালয় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ কমিটির পক্ষ থেকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি পেশ করা হয়।