শিবালয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ
মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ।
রোববার ২৭ আগস্ট দুপুর ১ টার দিকে উপজেলার ঢাকা পাটুরিয়া রোডের মেগা ফিড সংলগ্ন আরপাড়া বাজারে বন্যা দূর্গত ১ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
শিবালয় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এস ইকবাল হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছার (সভাপতি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ), বাবু পঙ্কজ দেবনাথ (এমপি, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ), মোঃ ইমতিয়াজ আহাম্মেদ ( সভাপতি, সেচ্ছাসেবক লীগ, ঢাকা জেলা উওর), আবু সায়েম (সাধারন – সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, ঢাকা জেলা উওর), মাস্তান লিয়াকত আলী ভান্ডারী ( সভাপতি, সেচ্ছাসেবক লীগ, মানিকগঞ্জ জেলা শাখা ), আঃকুদ্দুস ( সাধারণ – সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শিবালয় উপজেলা শাখা ও সদস্য জেলা পরিষদ, মানিকগঞ্জ) মোঃ কায়কোবাদ হোসেন ( সহ – সভাপতি, সেচ্ছাসেবক লীগ উপজেলা শাখা, শিবালয়) ও মোঃ মিজানুর রহমান ( সাংগঠনিক – সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, শিবালয় মডেল ইউনিয়ন শাখা) প্রমুখ।
(মোঃ সোহেল রানা, বিশেষ প্রতিনিধি)
(পরের খবর) রাজাকার-দোসররা গণতন্ত্রে বৈধ নয় — তথ্যমন্ত্রী »