প্রধান মেনু

শিবালয়ে ইছামতি নদীতে প্রকাশ্যে চলছে ড্রেজিং, দেখার কেউ নেই!

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের অন্তর্গত চারিপাড়া খেয়াঘাট ও শিবালয় মডেল ইউনিয়নের অন্তর্গত পাইপাড়া জামে মসজিদ সংলগ্ন ইছামতি নদীর মাঝে প্রকাশ্যে চলছে ড্রেজিং, দেখার কেউ নেই।
গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর থেকে ওই স্থানে সরকার দলীয় উপজেলার ভাকলা গ্রামের বাসিন্দা কবির হোসেন ও জাহাঙ্গীর এবং বিএনপি-জামাত সমর্থিত একই উপজেলার চারিপাড়া গ্রামের বাসিন্দা কিতাব আলী ও তার ছোট ভাই কুব্বত হোসেন এলাকাবাসীর অনুরোধ তোয়াক্কা না করেই সরকারী খেয়াঘাট ও ইছামতির মধ্য থেকে-পাড় পর্যন্ত নিজেদের পৈর্তৃক সম্পত্তি দাবী করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি তুলে নিয়ে তাদের নিজ বাড়ী ভরাট করছেন। এতে করে পাইপাড়া জামে মসজিদ, নদীর পার্শ্ববর্তী রাস্তাসহ ঘরবাড়ী, ফসলি জমি ও নদীর পাড় রয়েছে হুমকির মুখে। নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, কুব্বত ও কিতাব আলী ধুর প্রকৃতির লোক। ড্রেজিং-এর বিষয়ে প্রকাশ্যে কেউ বাধা দিতে গেলে তাদেরকে হামলা-মামলার ভয় দেখান। তাই তাদের ভয়ে ড্রেজিং এর বিষয়ে কেউ কথা বলতে চাননা।
এ বিষয়ে শিবালয় মডেল ইউনিয়নের ৭নং ওয়র্ড সদস্য মোঃ ইছমাইল হোসেনর কাছে জানতে চাইলে, তিনি জানান- নদীতে ড্রেজিং করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। কিন্তু তারা নিষেধ মানছেননা। তিনি আরো জানান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ- এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। দুই এক দিনের মধ্যেই ড্রেজার বন্ধের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।