প্রধান মেনু

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে ঝিনাইদহে শিক্ষকদের মানবন্ধন

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখা।ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জয়া রানী চন্দ, সিনিয়র সহ- সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সদস্য আব্দুল মমিন, সাধারণ সম্পাদক ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সদস্য ইউসুফ আলী, শিক্ষক নেতা সুব্রত কুমার মল্লিক, আব্দুল মমিন, আব্দুল্লাহ আল মামুন, বিনয় কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক-কর্মচারিগণ ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারিগণ অষ্টম জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্ত হলেও ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পায়নি। তারা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষহয়। সেখানে তারা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।