শিক্ষা উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বপরিম-লে অনুসরণীয় মডেল -গণশিক্ষা মন্ত্রী
ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষা উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বপরিমন্ডলে অনুসরণীয় মডেল। দেশ খাদ্যে সম্পূর্ণতা অর্জন করেছে। প্রতিবেশী দেশের তুলনায় উন্নয়নের সকল সূচকে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত বিশ্বের সারিতে উন্নীত হবে। মন্ত্রী আজ ঢাকায় লেক সার্কাস উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে যুদ্ধাপরাধীর বিচার হতো না। দেশ আজ কলঙ্কমুক্ত হয়েছে। উন্নয়নে দেশকে এমন একটি স্তরে নিয়ে গেছেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি আজ উন্নয়নে বিশ্বের নিকট অনুসরণীয় নেত্রী। কেন্দ্রীয় শিশু মেলার সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান ও শিক্ষাবিদ দুর্গাদাস ভট্টাচার্য্য অনুষ্ঠানে বক্তৃতা করেন।