শিক্ষার্থীর প্রতি মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ -শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকই শিক্ষার লক্ষ্য অর্জনের প্রধান শক্তি ও নিয়ামক। শিক্ষকদের সততা, নিষ্ঠা ও নিবেদিতপ্রাণ হয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। একই সংগে শিক্ষার্থীদের অভিভাবক মা-বাবার ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাদের সন্তান তথা শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্মে লেখাপড়ায় মনোযোগি হওয়া এবং একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশপ্রেমে উজ্জীবিত করে গড়ে তোলার জন্য মায়েদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষামন্ত্রী আজ ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক মা সমাবেশে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা কোনোভাবে যেন নেতিবাচক ও সমাজবিরোধী কোনো কাজে জড়িয়ে না পড়ে সেই দিকে মায়েদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। তাই মায়েদের আরো সচেতন হতে হবে এবং তাদেরকে বিশেষ দায়িত্বপালন করার জন্য আহ্বান জানাচ্ছি।
শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ‘মা-সমাবেশ’ করে তাদের আরো সচেতন ও উদ্যোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান- প্রধান, পরিচালনা কমিটিকে বিশেষ অনুরোধ জানান। একই সংগে শিক্ষামন্ত্রী মায়েদের বক্তব্য ও পরামর্শ শোনা এবং কাজে লাগানোর আহ্বান জানান। আজিমপুর গভর্নমেনস্ট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শামসুল হুদা বক্তব্য রাখেন।
এর আগে শিক্ষামন্ত্রী এ প্রতিষ্ঠানে একটি স্মার্ট ক্লাসরুম এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।