প্রধান মেনু

শিক্ষাবিদ মোঃ নুরুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম নুরুল হক কিশোগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। উল্লেখ্য, মোঃ নুরুল হক আজ ভোরে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স¦জন ও গুণগ্রাহী রেখে গেছেন।