শাহ্ চন্দ্রপুরীর পবিত্র বেছালত দিবস পালিত
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ “ শাহ্চন্দ্রপুরী” নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলার পবিত্র বেছালত দিবস পালিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীরজতার মধ্যদিয়ে বেছালত দিবসে পবিত্র কোরআন থেকে তর্জমা, মিলাদ মাহফিল, পীরের অসিয়ত-নসিয়ত তরিকত ও পবিত্র রওজা জিয়ারতের মধ্যদিয়ে পালিত হয়। উক্ত বেছালত দিবসে দেশ-বিদেশের লাখ লাখ জাকেরান ও আসেকান কাফেলা যোগেযোগে দরবার শরীফে সমবেত হয় । এ উপলক্ষে গত সোমবার বাদ আসর থেকে রওজা জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। সারারাতব্যাপী ইবাদত বন্দেগীর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে গতকাল মঙ্গলবার বাদ ফজর শাহচন্দ্রপুরীর রওজা জিয়ারত ও বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গদীনশীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল-ওয়সী।
(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)