প্রধান মেনু

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ২ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হয়েছে।

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ মঙ্গলবার ২৫ শে বৈশাখ ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন উজ্জ্বল তারকা রূপে আজও চির দেদিপ্যমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর্যায়ে কর্মসূচীর আলোকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কবিগুরুর স্মৃতিবিজড়িত শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে ২ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্ন, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মজিদ মন্ডল ও সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি সেলিনা বেগম স্বপ্না।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃতি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠির শিল্পীবৃন্দ। এছাড়া, রবীন্দ্রস্মারক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা। দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ। এদিকে, রবীন্দ্র জন্মজয়ন্তীকে ঘিরে কাছারিবাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

পাশাপাশি স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী রবীন্দ্র মেলা। সুষ্ঠু, নির্বিঘ্নে ও উৎসবমূখর পরিবেশে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন করতে কাছারিবাড়ি চত্বরে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদাড় করা হয়েছে। এবার রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব ২ দিন ব্যাপি হওয়ায় রবীন্দ্র ভক্তনুরাগীদের মাঝে নানা প্রশ্নের দেখা দিয়েছে। বরাবরই রবীন্দ্র জন্মজয়ন্তী ৩ দিন ব্যাপি অনুষ্ঠান হলেও এবার ২ দিন ব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।