প্রধান মেনু

শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর নিন্দা

শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রাজধানীর শাহবাগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সংঘর্ষে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাংবাদিক হত্যায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহবাগের ঘটনারও তদন্ত করছে সরকার। সাংবাদিকদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যতœবান ও ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয়।