শাওয়ালের চাঁদ দেখা গেছে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (সোমবার) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আজ সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, ধর্মসচিব মোঃ আব্দুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মিজান-উল-আলম, স্পারসোর চেয়ারম্যান শাহ মোঃ মিজানুর রহমান, তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মুহঃ সাইফুল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমাদ, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব এ. কে. এম. শহীদুল্লাহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ সামছুদ্দিন আহমেদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় দেশের শান্তি ও অগ্রগতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।