শহীদ বুদ্ধিজীবী দিবসে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শ্রদ্ধা নিবেদন
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ । গতকাল সকাল ৬.৪৫ মিনিটে কলেজ প্রাঙ্গনে উপস্থিত হয়ে বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক ও মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিনা পারভিন ও কলেজের অধ্যক্ষ বর্ষীয়ান শিক্ষাবিদ প্রফেসর আবদুস সালাম হাওলাদার জাতীয় সংগীতের বাজানোর মধ্যদিয়ে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন।
সবাই কালো ব্যাজ পরিধান করে কেন্দ্রীয় কলেজের সুশৃংখল বিএনসিসি ও রোভার স্কাউটের সহযোগিতায় কলেজ অধ্যক্ষের নেতৃত্বে কলেজ মাঠ হতে সকাল সাতটায় রায়ের বাজার বধ্যভূমির উদ্দেশ্য বিশাল র্যালি যাত্রা শুরু করে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের প্রায় নব্বই জন শিক্ষক ও কর্মচারী মিলে বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ও কলঙ্কময় বেদনাবিধুর দিন। ৭১ র এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যা করে।
বিজয়ের আগ মুহূর্তে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও বাংলাদেশের রাজাকার বাহিনীরা ঢাকা বিশ্ববিদ্যালয ও বিভিন্ন স্থান থেকে ধরে নিয়ে শিক্ষক, সাংবাদিক, লেখক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের রায়েরবাজার বধ্যভূমিতে নির্মমভাবে গুলি করে হত্যা করে। র্যালি শেষে কলেজে ফিরে শিক্ষার্থীদের উদ্দেশ্য কলেজে মাঠে বাঙালি জাতির জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পরে অংশগ্রহনকারী সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।