প্রধান মেনু

শহীদ বুদ্ধিজীবি দিবসে স্বাশিপ-এর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। এ উপলক্ষ্যে প্রত্যুষে স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলমু সাজু’র নেতৃত্বে কেন্দ্রিয় নেতৃবৃন্দ রায়ের বাজার বদ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পন করেন।দিবসটি উপলক্ষ্যে স্বাশিপ এর পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

স্বাশিপ সহ-সভাপতি অধ্যক্ষ শরীফ সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, মুজিবুর রহমান বাবুল, আব্দুল্লাহ আল মামুন, মেহেরুন্নেছা, সঙ্গীতা বিশ্বাস, সামসুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের হত্যার সাথে জড়িত ঘাতকদের এখনো যারা পালিয়ে আছে তাদের বিচার সম্পন্ন করার দাবী জানান।