প্রধান মেনু

শহীদ প্রেসিডেন্ট জীয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী তে বিএনপির কার্যালয় এ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
মোঃখালিদ আল আজাদ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি উপলক্ষে
কেন্দ্রীয় বিএনপি ও এর অঙ্গ- সংগঠনগুলো সারা দেশে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে।গতকাল বিকালে রাজধানীর
কাজী বশির মিলনায়তনে মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি শুরুহয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং
বিএনপির উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটসমূহে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ বি এন পি কার্যালয়ে  শহীদ প্রেসিডেন্ট জীয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী  দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বি এন পির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাবা রোমানা মাহমুদ।  আরো উপস্থিত ছিলেন জেলা বি এন পি,জেলা যুবদল,জেলা ছাত্রদল, শ্রমিক দল,সেচ্ছাসেবকদল,সহ বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মিরা।উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বাণী দিয়েছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরীহ বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালালে শুরু হয় মুক্তিযুদ্ধ। ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক
মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উপ-প্রধান নিযুক্ত হন। ১৯৭৫-এর ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন দর্শনের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের৩০ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।