প্রধান মেনু

শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী —গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট): গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী।

আজ শনিবার শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক রাজধানীর পূর্ত ভবনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রখর মেধার অধিকারী শেখ কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আবাহনী ক্রীড়াচক্র এবং ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনিই দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়ন ও অগ্রগতির বীজ বপন করেন। তিনি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট থেকে সেতার শেখেন এবং ছায়ানট ও দেশীয় সংস্কৃতির বিকাশ ও প্রকাশে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ঘাতক চক্র হামলা করলে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তোলেন। তার সেই প্রতিরোধকে ব্যর্থ করে দিয়ে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ ২৬ জন নিরপরাধ মানুষকে ঘাতকচক্র নির্মমভাবে হত্যা করে। সেদিন শেখ কামাল ব্যর্থ না হলে জাতির পিতাকে অকালে ঘাতকদের হাতে প্রাণ দিতে হতো না। বুক চিতিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে জাতির পিতাকে রক্ষা করতে গিয়ে শেখ কামাল নিজের জীবন উৎসর্গ করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, নগর উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ জাবিন হোসেন তৌফিকসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিকেএসপির ক্রিকেট এডভাইজার জনাব নাজমুল আবেদীন ফাহিম।

এর আগে প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন এবং ধানমন্ডির আবাহনী ক্রীড়াচক্রের মাঠে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।