শওকত ওসমানের স্মৃতি-নিদর্শনের প্রদর্শনী

জাতীয় জাদুঘর আয়োজিত বরেণ্য কথাসাহিত্যিক শওকত ওসমানের স্মৃতি-নিদর্শনের প্রদর্শনী এবং তাঁর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনাসভা আজ রাজধানীর জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত ওসমানের পুত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী পিতৃস্মৃতিচারণ করে বলেন, শওকত ওসমান ছিলেন অত্যন্ত নির্মোহ, মিশুক, মানবপ্রেমিক এবং দেশপ্রেমিক। আজকের এ সময়ে তাঁর জীবনাদর্শ চর্চা এবং তা থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে আজকের তরুণ প্রজন্মকে তাঁর রচিত সাহিত্যপাঠে এগিয়ে আসতে হবে।
জাতীয় জাদুঘর বোর্ড অভ্ ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক আন্দালীব রাশদী। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
আলোচনাশেষে মন্ত্রী জাতীয় জাদুঘরের নিচতলার লবিতে শওকত ওসমানের স্মৃতি-নিদর্শনের প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে শওকত ওসমানের বিভিন্ন জিনিস যেমন: চেয়ার, জামাকাপড়, চিঠিপত্র, বইপত্র, পা-ুলিপি ও দুর্লভ ছবি স্থান পেয়েছে। তিনব্যাপী এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।