লোনাপানি গবেষনা কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা)॥ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি-পর্যালোচনা (২০১৯-২০) ও প্রকল্প প্রস্তাবনা (২০২০-২০২১) প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের অডিটরিয়ামে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ী গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএফএম শফিকুজ্জোহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, লোনা পানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।
লোনা পানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম রুবেল, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, শাওন আহমেদ। বক্তব্য রাখেন- প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন, চিংড়ী চাষী এমএম আজিজুল হাকিম, সুনীল মন্ডল, শফিকুল ইসলাম মোড়ল, আবু হাসান, শহিদুল ইসলাম। কর্মশালায় অত্র উপজেলাসহ বিভিন্ন এলাকার চিংড়ী ও মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন।