প্রধান মেনু

লিপ অফ ফেইথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরন

অদ্য ৩০-০৯-২০১৭ ইং তারিখ,উনছিপ্রাং,টেকনাফ,কক্সবাজার চট্টগ্রাম,  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ  সেনা বাহিনীর সহায়তায় ,লিপ অফ ফেইথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে,মায়ানমার বৌদ্ধ মৌলবাদী,ও হিংস্র বার্মিজ সেনাবাহিনী দ্বারা নির্যাতীত অসহায় রোহিঙ্গা শরনার্থীদের   পরিবার ও শিশুদের মাঝে নগদ অর্থ,ঔষধ  ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উক্ত কর্মসুচিতে উপস্তিত ছিলেন সংগঠনটির সভাপতি: সিরাজুল ইসলাম ফুল মিয়া ও সাধারন সম্পাদক:শাহ মোঃ গালিব রুবেল
সন্মানিত উপদেষ্টা বৃন্দ:সাজ্জাদ আলি খান শিবলু,আক্তার হোসেন সোহেল,কামরুজ্জামান জুয়েল,রফি উদ্দিন ফয়সাল,আনোয়ার হোসেন রিগ্যান,মো:মোক্তাদির মওলা, সদস্যবৃন্ধ: ফরিদ উদ্দিন সোহরাব,ফাহাদ উদ্দিন জনি,রফিকুল ইসলাম মৃধা,মাজহারুল ইসলাম রাসেল,শুভ রহমান,বেলাল হোসেন সুমন,মো: রফিক,মো: আকবর হোসেন ,সামসুল আলম বাবু, মো: মালেক,মেরাজুল ইসলাম,মোজাহিদুল ইসলাম বাবু,মো:ফরহাদ হোসেন,মো:কামাল উদ্দিন,ইমন, জাফর,স্বপন ও অমি,

এ সময় সংগঠনটির সভাপতি, সিরাজুল ইসলাম ফুল মিয়াঁ  বলেন,মানুষ মানুষের জন্য,যেখানেই মানবতা বিপন্ন হবে,সেখানেই মানুষ ও মানবতার জন্য আমরা লড়াই করবো,মানুষের পাশে দাড়াবো,

সার্বিক সহাযোগিতায় ও ধন্যবাদান্তেঃ বাংলাদেশ সেনাবাহিনী  ও স্থানিয় পুলিশ প্রসাশন, জনপ্রতিনিধি গন।

(Shah Alam)