লিপ অফ ফেইথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরন
অদ্য ৩০-০৯-২০১৭ ইং তারিখ,উনছিপ্রাং,টেকনাফ,কক্সবা
উক্ত কর্মসুচিতে উপস্তিত ছিলেন সংগঠনটির সভাপতি: সিরাজুল ইসলাম ফুল মিয়া ও সাধারন সম্পাদক:শাহ মোঃ গালিব রুবেল
সন্মানিত উপদেষ্টা বৃন্দ:সাজ্জাদ আলি খান শিবলু,আক্তার হোসেন সোহেল,কামরুজ্জামান জুয়েল,রফি উদ্দিন ফয়সাল,আনোয়ার হোসেন রিগ্যান,মো:মোক্তাদির মওলা, সদস্যবৃন্ধ: ফরিদ উদ্দিন সোহরাব,ফাহাদ উদ্দিন জনি,রফিকুল ইসলাম মৃধা,মাজহারুল ইসলাম রাসেল,শুভ রহমান,বেলাল হোসেন সুমন,মো: রফিক,মো: আকবর হোসেন ,সামসুল আলম বাবু, মো: মালেক,মেরাজুল ইসলাম,মোজাহিদুল ইসলাম বাবু,মো:ফরহাদ হোসেন,মো:কামাল উদ্দিন,ইমন, জাফর,স্বপন ও অমি,
এ সময় সংগঠনটির সভাপতি, সিরাজুল ইসলাম ফুল মিয়াঁ বলেন,মানুষ মানুষের জন্য,যেখানেই মানবতা বিপন্ন হবে,সেখানেই মানুষ ও মানবতার জন্য আমরা লড়াই করবো,মানুষের পাশে দাড়াবো,
সার্বিক সহাযোগিতায় ও ধন্যবাদান্তেঃ বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানিয় পুলিশ প্রসাশন, জনপ্রতিনিধি গন।
(Shah Alam)