লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে মৌখিক পরীক্ষায় ৪ জন আটক
ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) : ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন ৪ জন চাকরি প্রার্থী।
আজ মৌখিক পরীক্ষা দেয়ার সময় ভাইভা বোর্ড সদস্যদের সন্দেহ হলে তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখছিলেন। এসময় বিষয়ের উপর তাদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার গরমিল থাকায় ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে প্রার্থীরা স্বীকার করেন যে তাদের পক্ষে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন।
জালিয়াতির জন্য তাদের ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এই চারজনের হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের ধরতে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ২২০ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের আজ হতে আগামী ১৩ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজ মৌখিক পরীক্ষার প্রথম দিনে আটককৃতরা হলো- পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম; মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কৈল গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম; ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের মোঃ হিরন শিকদার ও পাটুয়াখালী জেলার বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মোঃ ওমর ফারুক শুভ।