প্রধান মেনু

লালমনিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মো:জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা(লালমনিরহাট )প্রতিনিধি: আাসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মধ্যে একটি উপজেলায় নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।বাকি চারটি উপজেলায় গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।চারটি উপজেলার মধ্যে দুটিতে নৌকা ও দুটিতে সতন্ত্র প্রাথী নির্বাচীত হয়েছেন।

লালমনিরহাট সদর উপজেলায় সতন্ত্র প্রাথী কামরুজ্জামান সুজন আনারস প্রতিক ৩০,৫৬৮ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।কালীগঞ্জ উপজেলায় মাহবুবুজ্জামান নৌকা প্রতিকে ৮৮,৮৭৬ভোটে নির্বাচীত হয়েছেন,হাতীবান্ধা উপজেলায় সতন্ত্র প্রাথী মশিউর রহমান মামুন ঘোড়া মোট ২৮,৯১১ ভোট পেয়ে নির্বাচীত হয়েছে,পাটগ্রাম উপজেলায় রুহুল আমিন বাবুল নৌকা প্রতিকে ৪৮,৯৯৫ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন।