লালমনিরহাটে জাতীয় সংসদ র্নিবাচন উপলক্ষে ভোট গ্রহন র্কমর্কতাগণের প্রশিক্ষণের উদ্বোধন
হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় শনিবার দুপুরে সরকারী জসমুদ্দীন কাজী আব্দুল গণি কলেজ হল রুমে একাদশ জাতীয় সংসদ র্নিবাচন- ২০১৮ ভোটগ্রহন র্কমর্কতাগণের ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা র্নিবাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শফিউল আরিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস,এম রশিদুল হক,বিজিবিএম,পিবিজিএম লেফ;র্কনেল আনোয়ারুল আলম,জেলা র্নিবাচন অফিসার মন্ধসঢ়;জুরুল হাসান ,সরকারী জসমুদ্দীন কাজী আব্দুল গণি কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাবিবুর রহমান,উপজেলা র্নিবাচন অফিসার মাহাবুবা রহমান ও অফিসার ইনর্চাজ আরজু মো: সাজ্জাদ হোসেন প্রমুখ।