লাগামহীন চাউলের বাজার
দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে চাউলের বাজার। যৌক্তিক কারণ ছাড়াই বাজারে চাউলের দাম বেড়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের ক্রেতারা বিপাকে পড়েছেন। আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট চাউলের বাজারে জাতীয় গোয়েন্দা সংবাদের সাথে হাফিজ ইসলাম নামে এক ব্যক্তির চাউলের বিষয় জানতে চাইলে সে বলে, আজ থেকে ১০ দিন পূর্বে ২০ কেজি চাউল যে মূল্যে ক্রয় করেছি, আজ ১০ দিন পরে তার চেয়ে ২০০ (দুইশত) টাকা বেশি দিয়ে ২০ কেজি চাউল ক্রয় করেছি। সে বলে ভাই আমাদের স্বল্প আয় লোকদের চলা বর্তমানে খুবই কঠিন।
নয়ারহাট বাজারের একজন চাউল ব্যবসায়ীর নিকট চাউলের বিষয় জনাতে চাইলে সে বলে ২৯ মোটা চাউল বর্তমানে ৫৮ টাকা এবং ২৯ বাচাই করা সেটার কেজি বর্তমানে ৬০ টাকা। আর চিকন চাউল বর্তমানে কেজি ৭০ টাকা।
ঢাকা আশুলিয়া থেকে
ভ্রম্যমান রিপোর্টার
শেখ দুলাল