লাখো লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে মূখরিত পাকশীর ফুরফুরা শরীফ
স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদীর পাকশীর ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফে আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ফুরফুরা শরীফের তিন দিন ব্যাপী বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিলের শুক্রবার জুম্মার নামাজের মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পাকশী। সকাল ১০টার পর হতেই লাখ লাখ মুসল্লি দুর-দুরান্ত থেকে জুম্মার নামাজ আদায় করতে ফুরফুরা শরীফ প্রাঙ্গনে আসতে শুরু করে। দুপুর ১২টার আগেই নির্ধারিত নামাজের স্থানগুলো লাখো লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।স্থান সংকুলান না হওয়ায় এসময় অনেকেই রাস্তায়, বাড়ির ছাদে ও পাশ্ববর্তী বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজে অংশগ্রহণ করেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ।
সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে এখানে জুম্মার নামাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফুরফুরার গদ্দীনশীল পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি সাহেব দীর্ঘ সময় ইসলামি আলোচনা করেন এবং আলোচনা শেষে মোনাজাত করেন। এসময় লাখ লাখ মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে পুরো পাকশী মুখরিত হয়ে উঠে। খুতবা পাঠ শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে জুম্মার নামাজ শুরু হয়।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন, এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। উল্লেখ্য, এখানে ফুরফুরা শরীফ প্রতিষ্ঠা করেন শায়খুল ইসলাম আল্লামা আব্দুল হাই সিদ্দিকী (রহ.)। পরবর্তীতে এর ফুরফুরার পীর মাওলানা আবুল আনসার মো. আব্দুল কাহহার সিদ্দিকী (রহ.)। সে ধারাবাহিকতা আজও বিদ্যমান।