প্রধান মেনু

লন্ডন হাইকমিশনের মিনিস্টার নাসরিন মুক্তির ইন্তেকাল

লন্ডন, ৬ সেপ্টেম্বর : লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি গত ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০:৩৫ টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি স্বামী ও এক শিশুকন্যাসহ পরিবারের অনেক সদস্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নাসরিন মুক্তির প্রথম নামাজের জানাজা গত মঙ্গলবার বাদ-জোহর ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও লন্ডন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী জানাজার পর বিশেষ দোয়ায় অংশ নিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তার আগে গত সোমবার মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে ব্রিকলেন মসজিদে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

তাঁর অকাল মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলাম, পররাষ্ট্র সচিব মাসুদ ‍বিন মোমেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ গভীর দুঃখ ও শোক প্রকাশ করে নাসরিন মুক্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাসরিন মুক্তি ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জালাল উদ্দিন (বীরোত্তম)-এর সন্তান। লন্ডন হাই কমিশনে যোগ দেরায় আগে তিনি বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে যথাশীঘ্র মরহুমা নাসরিন মুক্তির মরদেহ বাংলাদেশে আনার পর দাফন করা হবে।