র্যাব ৪ এর সি.পি.সি-১ কম্পানির মাদক বিরুধী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর গাবতলী বাস টারমিনালে র্যাব ৪ সি.পি.সি-১ কম্পানির কতৃীক আয়োজিত মাদক বিরুধী সমাবেশ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ৪ এর সি.পি.সি-১ কম্পানি কমান্ডার মেজর কাজী সাইফুদ্দীন আহমেদ। ডি.এ.ডি মোঃ আশরাফ ও অনন্যন র্যাব ৪এর কর্মকর্তা বৃন্দ এছারাও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েসন সাধারণ সদস্য মোঃ সালাউদ্দিন ও মোঃ আসলাম।