প্রধান মেনু

র‌্যাব এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ মার্চ র‌্যাব এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
‘‘বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসহ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চরমপন্থি, জলদস্যু, বনদস্যু গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ভেজাল বিরোধী অভিযানে র‌্যাবের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে র‌্যাব কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। এর ফলে র‌্যাব-এর প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির জন্য সরকার কাজ করে যাচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে র‌্যাবকে আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে।

মানবাধিকার প্রতি শ্রদ্ধাশীল থেকে ‘বাংলাদেশ আমার অহংকার’- এই চেতনায় উজ্জীবিত হয়ে র‌্যাব আইনের শাসন প্রতিষ্ঠা করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের উন্নয়ন ও স¦ার্থবিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করবে- এ আমার প্রত্যাশা।

আমি আশা করি, এলিট ফোর্স র‌্যাব-এর প্রতিটি সদস্য দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সততা, নিষ্ঠা ও পোশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আরও নিবেদিত করবেন।

আমি র‌্যাব-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’