প্রধান মেনু

র‌্যাবের অভিযানে ভেজাল ঔষধ ভ্রাম্যমান আদালত দ্বারা ধ্বংস

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ র‌্যাব-৫ এর অভিযানে জয়পুরহাট সদরে ৪ টি দোকানে ভেজাল ঔষধ জব্দ ও ভ্রাম্যমান আদলত দ্বারা তা ধ্বংস করা হয়েছে। র‌্যাব-৫ জানায়,বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসা ক্ষেত্র ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হচ্ছে ভেজাল ঔষধ বিক্রয়। এতদ্ধসঢ়;সংক্রান্তে এক শ্রেণীর অসাধু প্রতিষ্ঠান নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে দেশের সকল প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের মাঝে ভেজাল ঔষধ সরবরাহের অপচেষ্টা চালাচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন চক্রের মাধ্যমে অবৈধভাবে ভেজাল ঔষধ বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করে যাচ্ছে।

ফলে ভেজাল ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহকে আইনের আওতায় আনার জন্য র‌্যাবের বিশেষ অভিযান শুরু করেছে। ভেজাল ঔষধ চক্র নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক, জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট কর্তৃক এবং ড্রাগ সুপার রাজিব দাস এর নেতৃত্বে সোমবারে জেলার সদর থানাধীন রেল স্টেশন এলাকায় বাবুল হোমিও হল, মজিদ হোমিও ফার্মেসী সবুর হোমিও হল, স্বস্তি হোমিও হল প্রতিষ্ঠান হতে লামিয়া মলম – ৯৬০ টি, আরাম মলম – ৩৩৬ টি, কেন্ডুলা মলম – ৭২০ টি, অবাক মলম – ৭২০ টি, দরদী মলম – ৪৮০ টি সর্বমোট = ৩২১৬ টি স্মল বোতল উদ্ধার করা হয়। উক্ত দোকান হতে উদ্ধারকৃত ভেজাল ঔষধ ও অন্যান্য সরজ্ঞামাদি স্থানীয় জনপ্রতিনিধিসহ উপস্থিত লোকজনের সম্মুখে ধ্বংস করা হয়।