প্রধান মেনু

রোহিঙ্গা সহযোগিতা চূড়ান্ত বিষয়ে তুরস্কের পথে ত্রাণমন্ত্রী

তুরস্কে অবস্থানরত শরণার্থীদের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শণের জন্য তুরস্ক সরকারের আমন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তুরস্ক সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ২ লাখ রোহিঙ্গার খাদ্য, বাসস্থান, স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থাকরণসহ বিভিন্ন বিষয়ে সাহায্য করতে আগ্রহ দেখিয়েছে। এ সফরে রোহিঙ্গাদের সহযোগিতা বিষয়ে তুরস্ক সরকার প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সফরকালে মায়া চৌধুরীর তুরস্কের প্রধানমন্ত্রী, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকা’র প্রেসিডেন্ট, আফাদের প্রেসিডেন্টের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। আগামী ২৫ নভেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।