প্রধান মেনু

রোহিঙ্গা শিশুদের সুরক্ষায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসতে হবে — বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রোহিঙ্গা শিশুদের সুরক্ষা ও তাদের চাহিদাপূরণের দায়িত্ব শুধু বাংলাদেশর নয়, বিশ্ব সম্প্রদায়কেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এসব শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাদেরকে নিজ বাসভূমি রাখাইনে ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। এ জন্য জাতিসংঘকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিআরইউ আয়োজিত ‘শিশুর অধিকার ও বিশ্ব মানবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ উত্তম কুমার বড়ুয়া, ইউনিসেফের ফারিয়া আলম এবং সাংবাদিক সলিম সামাদ।

মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা শরাণার্থীদের মধ্যে প্রায় ষাট হাজার নারী সন্তানসম্ভবা। শরণার্থী শিবিরে এসব নারীদের পরিচর্যা সম্ভব নয় তাই দ্রুত এসব মহিলাসহ সকল রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে না নিলে মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী।