রেল ভবনের সামনে চাকরিচ্যুত গেট কিপারদের মানববন্ধন
হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে পশ্চিমাঞ্চল রেল ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরিচ্যুত গেট কিপাররা।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় রেল ভবনের সামনে গিয়ে তারা মানবন্ধন করেন।চাকরি ফিরিয়ে দিয়ে তাদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবিতে এ সময় তারা বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশে পশ্চিমাঞ্চল রেলওয়ের চাকরিচ্যুত ১৭১ জন অস্থায়ী গেট কিপার অংশ নেন। কর্মসূচিতে যোগ দিতে তারা বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে আসেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন চাকরিচ্যুত গেট কিপার ও পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক লীগের আহ্বায়ক শাহাদাত হোসেন বাচ্চু। বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পশ্চিমাঞ্চল রেল শ্রমিক লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ-সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।বক্তারা বলেন, গেট কিপাররা বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন। বিনা নোটিশে তাদের চাকরিচ্যুতি মেনে নেয়া যায় না। চাকরিচ্যুতি গেট কিপারদের অনেকেই ১৫-১৬ বছর ধরে চাকরি করছেন। তাদের সরকারি চাকরির বয়সের সময় সীমাও শেষ। তাই মানবিক কারণে তাদের চাকরি ফিরিয়ে দিয়ে সরকারিকরণের দাবি জানান তারা।তারা বলেন, গেট কিপাররা দৈনিক মাত্র ২৬৯ টাকা মজুরির ভিত্তিতে দায়িত্ব পালন করেন। গত ৬ মাস ধরে এ টাকাও তারা পাননি। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় হঠাৎ চাকরিচ্যুতির ঘোষণায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। গেট কিপারদের চাকরি ফিরিয়ে না দেয়া হলে আন্দোলন কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার ছয় মাসের বকেয়া রেখে কোনো নোটিশ ছাড়াই পশ্চিমাঞ্চল রেলওয়ের অস্থায়ী গেট কিপারদের ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে ওই দিন দুপুরে বিক্ষুদ্ধ শ্রমিকরা রাজশাহী মহানগরীর সিটি বাইপাস রেলক্রসিংয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। গেট কিপারদের ছাঁটাইয়ের পর রেলক্রসিংয়ে এখন রেললাইন সংস্কারের কাজে নিয়োজিত স্থায়ী কর্মীরা দায়িত্ব পালন করছেন।
(মোঃশামসুল ইসলাম, রাজশাহী)