প্রধান মেনু

রেলমন্ত্রীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ঈদে ঘরমুখো যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন): রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রী বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায় সফলতার সাথে ঈদে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে প্রতিদিন ৬৪টি ট্রেন ছেড়ে যায়। সকল ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে। নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে রেলওয়ে সকল ধরনের কর্মপ্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া, আম ও গবাদিপশু পরিবহণের জন্য স্পেশাল ট্রেনও চালু করা হয়েছে।

এসময় রেলপথ সচিব হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।