রেলপথ মন্ত্রীকে সম্বর্ধনা দিলেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ
এন এ রবিউল হাসান লিটন, রিপোর্টার, বোদা, পঞ্চগড়ঃ রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনকে বিশাল গণ সম্বর্ধনা দিলেন ১৩০ বছরের ঐতিয্যবাহী বিদ্যাপিঠ বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ। পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩০ মার্চ (শনিবার) সন্ধ্যায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্বর্ধনা ও তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্বর্ধনা গ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন (এম,পি)।
বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্বর্ধনা ও তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমি, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ (পি.পি.এম. সেবা), বোদা পৌরসভার মেয়র ও বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বোদা উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য প্রদান করেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক। এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাকসহ সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।