রায়পুরে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা শিবির সেক্রেটারী নিহত
মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর জেলা শিবিরের সেক্রেটারী ইব্রাহীম খলিল (২৬) নিহত হয়েছে। শুক্রবার (১৭আগষ্ট) বেলা ১১ টার দিকে ছয়বাড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের আবাবিল গ্রামের মো. মুকবুল হোসেনের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহে তার মাস্টার্স-এর ফলাফল প্রকাশিত হয়। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১ম শ্রেণি অর্জন করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুর থেকে মোটর সাইকেলযোগে দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের মাঝি বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছিলেন ইব্রাহিম খলিল। বেলা ১১টার দিকে ছয়বাড়িয়া নামক এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। লক্ষ্মীপুর জেলা শিবির সভাপতি ফজলুল করিম জানান,তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত,আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেই দোয়া কামনা করছি। এবং তাহার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।