রায়পুরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মো: আবদুল কাদের, রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ চরলক্ষ্মী গ্রামের প্রায় ২শতাধিক গ্রাহককে হয়রানির অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের হয়রানী করে প্রতি গ্রাহকের নিকট থেকে ৬- ৭ হাজার টাকা আদায় করার অভিযোগ রয়েছে ওই এলাকার কাশেম মাঝির পুত্র দালাল নামে চিহ্নিত শাহজালাল মাঝির বিরুদ্ধে। তথ্য অনুসন্ধানে জানা যায়, শাহজালাল মাঝি ও তার ভাগিনা ইব্রাহীম এবং মোল্যার হাট বাজারের ইলেকট্রিশিয়ান সুমন বিদ্যুৎ অফিসের খরচের কথা বলে এলাকার সহজ সরল খেটে খাওয়া লোকজনের কাছ থেকে অভিনব কায়দায় ধাপে ধাপে প্রতিটি গ্রাহকের নিকট ৮৫০/- টাকার স্থলে ৬ – ৭ হাজার টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে এই দালাল চক্রের বিরুদ্বে।
তাছাড়া এই চক্রটি খুঁটি বাবদ ১ হাজার টাকা করে পূর্বেই হাতিয়ে নিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। যারা তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রাখা হবে বলে হুমকী দেন দালাল চক্রটি। চরলক্ষি গ্রামের মুসলিম মাঝির স্ত্রী মজুদুর নেছা জানান, বিদ্যুৎ সংযোগ দিবে বলে তাদের কাছ থেকে ৭হাজার টাকা নিয়েছে শাহজালাল মাঝি। টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ দিবে না বলে হুমকি দেয় সে। প্রবাসী জয়নাল মাঝির স্ত্রী আসমা বলেন, সবার কাছ থেকে টাকা নিচ্ছে। আমাদের কাছ থেকেও ৭হাজার টাকা নিয়েছে। শাহজাহাান ব্যাপারির ছেলে সাজু জানান, এলাকার সবার কাছ থেকে বিদ্যুতের সংযোগ দিবে বলে নাম নেওয়া হচ্ছে।
অন্যান্যদের কাছ থেকে ৫ হাজার থেকে ৬- ৭হাজার করে নিচ্ছে। এদিকে দালাল চক্র গ্রাহকদের ঘর ওয়ারিং এর জন্য নিজেদের মনোনীত ইলেকট্রিশিয়ান দ্বারা করতে বাধ্য করান। অন্যস্থান থেকে লোকজন আনতে গেলে তারা কাজ করতে বাধা প্রদান করেন। ফলে এই চক্রটি নিজেদের মুনাফা অর্জনের জন্য নিজেদের ইচ্ছা মত কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দালালদের বিরুদ্বে সংবাদ কর্মীদের নিকট অভিযোগ করায় দালাল শাহ জালাল মাঝি তাদেরকে বিভিন্ন ধরনের হুমকী ধমকি দিয়ে আসছে। এই পরিবার গুলো এখন নিরাপত্তাহীনতা ভুগছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত শাহজালাল মাঝি বলেন, আমার নামে অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। এর সাথে আমি জড়িত নয়। এ বিষয়ে ৮নং চরবংশি ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ বলেন, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো