প্রধান মেনু

রায়পুরে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে রায়পুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, রচনা পাঠ, কবিতা আবৃত্তি, ভাষা শহীদের স্মরণে গান, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান সহ শহীদের আত্মার মাগফিরাত কামানা করে শহিদদের স্মরণে পালিত হয় আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস।

সর্বপ্রথম উপজেলা প্রশাসন, রায়পুর থানা পুলিশ প্রশাসন, রায়পুর উপজেলার কর্মরত সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনসহ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে সরকারকে আরো উদ্যোগি হতে হবে।

ভাষা শহীদদের অবহেলিত পরিবার ও তাদের পরিজনদের জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বক্তারা আরো বলেন, যারা মাতৃভাষা, মায়ের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ
অবদান রেখেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। বাংলা ভাষাকে রাষ্ট্রের সকল সেক্টরে সর্বোচ্চ ব্যবহারের দাবিও জানান তারা । অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাতৃভাষা আন্দোলনে বীর শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।