প্রধান মেনু

রায়পুরে ডাক্তারের ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

আবদুল কাদের,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ভূল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে।গত রবিবার রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানীর মালিকানাধীন মেঘণা হাসপাতালে ডা. শায়লা জাহান শিমুর অপচিকিৎসার শিকার হয়ে নবজাতক শিশুটির মৃত্য হয়েছে বলে দাবি করছেন শিশুটির পিতা-মাতা কবির হোসেন ও ইতি । মৃত নবজাতক শিশুর পিতা অভিযোগ করেন, হাসপাতাল কতৃপক্ষ ব্যবসার লোভে মাত্র ৭ মাস ২৬ দিনেই বাচ্চার পজিশন ভালো না বলে ইত্যাদি ভয়ভীতি দেখিয়ে তাড়াহুড়ো করে আল্ট্রসোনোগ্রাম এবং অপারেশন থিয়েটার রেডি করে। মেঘনা হাসপাতালের দায়িত্বরত ভূয়া এমডি ( কার্ডিওলজি) চিকিৎসক নামধারী আল ইমরান আল্ট্রসোনোগ্রাম করে তাৎক্ষণিক সিজার করাতে বলার পর আমরা এত তাড়াতাড়ি করবো না বললে সিজারিয়ান চিকিৎসক শায়লা জাহান শিমুকে দিয়ে আবার আল্ট্রসোনোগ্রাম করানো হয়।

তিনিও একই রকম কথা বললে আমরা ভীতিকর পরিস্থিতিতে পড়ি। কিন্তুু সিজারের পর বাচ্চার শ্বাসপ্রশ্বাস নেই দেখে আমরা বলেছি এত অল্প বয়সের বাচ্চার সিজার করালেন অথচ এখন ওকে আইসিউ, ফটোথেরাপি ইনকুবেটর ছাড়া কেন করছেন?হাসপাতাল কতৃপক্ষ কোন সঠিক উত্তর না দিয়ে সরে পড়ে এর ভিতরেই আমার বাচ্চা মারা যায়। মূলত আল ইমরান এবং শায়লা জাহান শিমুর কারনেই আজ আমরা সন্তানহারা। আমরা এদের কঠোর বিচার দাবী করছি। এদিকে এই ঘটনার পর থেকে ফোন বন্ধ করে রেখেছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন ডাঃ শায়লা জাহান শিমু ডাঃ আল ইমরান। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান এই ঘটনাকে কেন্দ্র করে যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে তাই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বলে জানান । এছাড়া মৃত নবজাতকের পরিবার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেন।