প্রধান মেনু

রায়পুরে চল্লিশ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনিষ্ট

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে আজ শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে কোষ্টগার্ড ও মৎস বিভাগ অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে। জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও কোষ্টগার্ডের দায়িত্বরত অফিসার কন্টিনজেন্ট কমান্ডার হুমায়ুন খান উপস্থিত ছিলেন।

কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার চরবংশী ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় কোষ্টগার্ড ও মৎস বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকা থেকে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায় নি। জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ক্যাম্পের অফিসার হুমায়ুন খান বলেন, অভিযানের সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত থাকবে।