প্রধান মেনু

রায়পুরে কাফিলাতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ‘কাফিলাতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে কাফিলাতলী বাজারের ফারুক শপিং কমপ্লেক্সে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে কাফিলাতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা আ’লীগের সভাপতি এম এ আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, রায়পুর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বিনু, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবু ও বামনী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল আলম সুমন, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী, রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ প্রমূখ।