রায়পুরে ইয়াবা ব্যাবসায়ী আবুল বাশার গ্রেফতার
মো: আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নে মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালীন মো.আবুল কালাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াব্#া৩৯;সহ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রায়পুর উপজেলার বামনী ৭নং ইউনিয়নের পিতা আবু হায়দার প্রকাশ হেঞ্জু মিয়ার ছেলে। জানা গেছে, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর মডেল থানা এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালীন এস আই মো. আবদুল্লাহ আল মামুন রাসেল, এএসআই মো. জাহিদ হোসাইন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম (৩৩)#৩৯;কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট্#৩৯;সহ গ্রেফার করা হয়। যার লক্ষ্মীপুর থানার মামলা নং-৩৩,পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী. আবুল কালাম (৩৩)#৩৯;কে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।