প্রধান মেনু

রায়পুরে আকবর হত্যা মামলার ৩য় আসামি তহির গ্রেফতার

মো: আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ২নং উত্তর চরবংশি ইউনিয়নে গত ৭ সেপ্টেম্বর আলি আকবর হত্যা মামলায় পলাতক আসামীদের মধ্যে অন্যতম ৩য় আসামি মোঃ তহির উদ্দিনকে চট্রগ্রাম থেকে ৬ অক্টোবর গ্রেফতার করে হাজিমারা পুলিশ ফাড়িতে নিয়ে আসার খবর পাওয়া গেছে।

এদিকে জিআর ১৮১/১৮ মামলার বাদী মোঃ তহিরুল ইসলাম জানান, বিভিন্ন মাধ্যমে মামলার আসামীগন নিহত পরিবারবর্গ কে মামলা
প্রত্যাহার করার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে। এখন তারা এখন নিরাপত্তা হিনতায় দীনাতীপাত করিতেছে। উল্লেখ্য যে ১৯৯২ ইং সনে আলি আকবরের বড় ছেলে রফিকুল ইসলাম কে কুপিয়ে ও গলা কেটে নির্মম ভাবে হত্যা করে, তারই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর ২০১৮ ইং প্রায় ২৬ বছর পর আলি আকবরকে ও হত্যা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, আকবর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাজীমারা ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, আমি আলি আকবর হত্যা মামলার ৩য় আসামি নুর মিঞা ব্যপারীর পুত্র মোঃ তহির কে সোর্স এর সহায়তায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং বাকি আসামি দেরকেও অচিরেই গ্রেফতার করে ভুক্তভোগী দের আইনি সহায়তা প্রদানের ব্যবস্থা করবেন বলে আশ্রাস দেন।