প্রধান মেনু

রায়পুরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর

মো: আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরের খাসেরহাট বাজারে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। উত্তর চরবংশী ইউপির আওয়ামী লীগের আহবায়ক ওসমান গনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলতাব হোসেন ও তার ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন সঙ্গে মতবিরোধ রয়েছে। এর জেরে তার লোকজন কার্যালয় ভাংচুর করেছে। ঘটনাটি জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে। মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

অভিযুক্ত উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান মো. হোসেন বলেন, এ ঘটনায় আমাদের কোন সম্পৃক্ততা নেই। বড় ভাই আলতাব হোসেন হাওলাদার নির্বাচনের পরাজয় মেনে নিয়েছেন। কেউ উদ্দেশ্যে প্রণোদিতভাবে কার্যালয় ভেঙেছে। এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে। রায়পুর থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অবস্থান করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা কমেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।