রায়পুরে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী তুফান গ্রেফতার
মো: আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ আব্দুর রহিম ওরুপে তুফান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার সাথে একটি পাইপগান ও ৩ রাউন্ড কাট্টুস পাওয়া যায়। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের শহিদ উল্যার ছেলে। পুলিশ জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে রায়পুর থানায় মাদক, অস্ত্র ও ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে। এবং এলাকার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। গোপন সংবাদ পেয়ে এসআই মোতাহের হোসেনের নেতৃত্বে গ্রেফতার করা হয়। এসআই মোতাহের হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে আব্দুর রহিমকে আসামী করে মামলা করেন। বুধবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান। রায়পুর থানার ওসি(তদন্ত) মোঃ সোলাইমান বলেন, মাদক ব্যবসায়ী আব্দুর রহিমের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।