রাস্তার ইটের মান পরিক্ষায় ইউএনও
কামরুল হাসান, শৈলকুপা প্রতিনিধিঃ ধলহরাচন্দ্র ও দিগনগর ইউনিয়নের হেরিং বোন বন্ড ইটের রাস্তা তৈরির জন্য রাস্তায় ব্যবহারের পূর্বে ইট পরীক্ষা করার জন্য সরেজমিনে গিয়ে ইট পরিক্ষা করেন শৈলকুপা উপজেলার ইউএনও উসমান গণী ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়্যারমেন মতিয়ার রহমান। অনেকদিন ধরেই ধলহরাচন্দ্র ও দিকনগর ইউনিয়নের যাতায়ত পথটি মাটির তৈরি রাস্তা হবার কারনে বর্ষার মৌসুমে কাঁদা পানিতে চলাচল অনুপযোগী হয়ে উঠতো। দিকনগর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের মানুষের জীবন হয়ে উঠতো চলাচলের অনুপযোগী। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যাতায়াতেও হতো বিভিন্ন ধরনের সমস্যা। এসব বিষয় বিবেচনা করে হেরিং বোন বোল্ড ইটের রাস্তা তৈরির সিধান্ত নেয়া হয়।
« স্বাস্থ্যসেবা সপ্তাহ সারাদেশে সমাদৃত হয়েছে,পেয়েছে অনেক গুরুত্ব- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (পূর্বের খবর)