রাশিয়ার রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক বাণিজ্য বৃদ্ধি করতে মার্চের মধ্যে সমঝোতা চুক্তি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের সাথে রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের। কিন্তু কিছু জটিলতার কারণে বাংলাদেশের সাথে রাশিয়ার বাণিজ্য আশানুরূপ বৃদ্ধি পায়নি। এ জটিলতা দূর করতে রাশিয়ার সাথে বাংলাদেশ একটি এমওইউ স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী মার্চ মাসের শেষে এ এমওইউ স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেল চালু হবে। বাণিজ্যের জন্য বাজার উন্মুক্ত হবে। রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অষবীধহফবৎ ওমহধঃড়া এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজার। রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক, সি-ফুড, আলু, ঔষধসহ অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। রাশিয়া এগুলো বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। এর পর বাণিজ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Alexander Ignatov মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাকের রপ্তানি বাজার। গত অর্থবছরে নেদারল্যান্ডসে বাংলাদেশের পণ্য রপ্তানি ছিল ১২০৫.৩৭ মিলিয়ন মার্কিন ডলার, একই সময়ে আমদানি হয়েছে ২৩১.৪৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে। কারখানাগুলো আধুনিক করতে বিনিয়োগ অনেক বেড়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সে তুলনার তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি পায়নি। এখন তৈরি পোশাকের উপযুক্তমূল্য নির্ধারণ করা প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম ও অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।